স্বামী অসুস্থ, দুই ছেলেও বিশেষ চাহিদাসম্পন্ন। বাধ্য হয়েই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয় বারুইপুরের সীতাকুণ্ডুর বাসিন্দা সাহিদা বিবিকে। প্রায় ১৪ বছর আগে বারুইপুর মহকুমা হাসপাতালের কাছে মশলা মুড়ি বিক্রি শুরু করেছিলেন তিনি। একটি ভ্যানে পসরা সাজিয়ে নিজেই সেই ভ্যান চালিয়ে বেশ কয়েক কিলোমিটার পথ পেরিয়ে রোজ হাসপাতালের সামনে এসে বসেন বছর ষাটের সাহিদা। দিনভর মুড়ি বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফেরেন।