• BJP MP left the party: ভোটের মুখে বাংলায় ধাক্কার পর ধাক্কা BJP-র! এবার দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সাংসদ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ মার্চ ২০২৪
  • Lok Sabha Election 2024:

    লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) দুয়ারেই। দিন দুয়েক আগেই রানাঘাট দক্ষিণের BJP-র চিকিৎসক বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukut Mani Adhikari) দল ছেড়েছেন। কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন গেরুয়া দলের এই বিধায়ক। এবার ফের ধাক্কা বিজেপি-র। দল ছাড়লেন এক বিদায়ী সাংসদ। দলের জেলা নেতৃত্বকে চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়েছেন ওই সাংসদ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)