• poco x6 neo launch: লঞ্চের আগেই ফাঁস দাম, ফিচার, কবে থেকে মিলবে বুকিংয়ের সুবিধা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ মার্চ ২০২৪
  • Poco X6 Neo: Poco শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের নাম Poco X6 Neo, যা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। এখন কোম্পানি এই ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এই ফোনটি আগামী ১৩ মার্চ ভারতে লঞ্চ হবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, Poco X6 Neo-এর দাম 15,000 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)