• TN vs India Cement: ২৫ বছর পর! অবশেষে সুপ্রিম হস্তক্ষেপ, রয়্যালটি নিয়ে টানাপোড়েন অবসানের মুখে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ মার্চ ২০২৪
  • Royalty case in Supreme Court:

    দীর্ঘদিন ধরে মামলার কোনও শুনানি হয়নি। পিটিশন দাখিল হয়েছিল ৯,০৪৪ দিন আগে। তারপর থেকে মামলাটি শুনানি ছাড়াই পড়েছিল। এত দীর্ঘ সময় ধরে মামলার শুনানি না হওয়া একটা ঐতিহাসিক ব্যাপার। তথ্য বলছে, দীর্ঘদিন ধরে বহু মামলার শুনানি হয়নি। তার মধ্যে সবচেয়ে বেশিদিন যে মামলাগুলোর শুনানি হয়নি, সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই ৯,০৪৪ দিন ধরে শুনানি না হওয়া মামলাটি। এই মামলার বিষয়বস্ত, ‘রয়্যালটি’ কোনও কর কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। প্রশ্ন হচ্ছে, রয়্যালটি বিষয়টি কী? রয়্যালটি হল সেই পণ্য, যা ব্যবহারের অধিকারের বিনিময়ে পণ্যের মালিককে ফি দিতে হয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)