• Raj Barman: জিৎ গাঙ্গুলির হাত ধরেই অরিজিতের গান হিন্দিতে গাইলেন রাজ, আজও আক্ষেপ রয়ে গিয়েছে শিল্পীর?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ মার্চ ২০২৪
  • Raj Barman song: সঙ্গীত পরিচালক যদি চান, তবে অনেককিছুই হতে পারে। অন্তত, এমন এক ঘটনাই ঘটল সঙ্গীত মহলে। জিৎ গাঙ্গুলির সুরে চেনা গান কে তুই বল। দেবের ছবিতে নেওয়া হয়েছিল এই দৃশ্যপট। সেই গানের হিন্দি সংস্করণ তৈরি করলেন সুরকার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)