• IND vs ENG: IPL নয় টেস্ট খেলেই এবার সহজেই কোটিপতি হবেন ক্রিকেটাররা! জয় শাহের ঘোষণা এল ছাপ্পর ফাড়কে!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ মার্চ ২০২৪
  • IND vs ENG, 5th Test Match at Dharamshala: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বোর্ডের তরফে এল বড় ঘোষণা। জানিয়ে দেওয়া হল, চালু করা হচ্ছে, টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিম। জয় শাহ যখন বিরাট আর্থিক ঘোষণা করলেন, তার আগেই ধর্মশালায় ইংল্যান্ডকে শোচনীয়ভাবে ইনিংস এবং ৬৪ রানের ব্যবধানে হারিয়ে ভারত ফের একবার নিজেদের আধিপত্য জানান দিয়েছে। জোড়া ঘটনায় দেশের তরুণ ক্রিকেটাররা আরও উদ্দীপ্ত হবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)