• Shivratri 2024: শিব চতুর্দশী শেষে দূর করুন শরীরের ক্লান্তি, সহজেই করুন সমাধান
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ মার্চ ২০২৪
  • Mahashivratri 2024 fasting upwas:

    শিবরাত্রির ব্রত অনেকেই করেছেন। এবছর দুই দিন ধরে শিবচতুর্দশী চলেছে। যার ফলে, শুক্রবারের মত শনিবারও অনেকেই উপবাস করেছেন দীর্ঘক্ষণ। আর, দীর্ঘক্ষণ উপবাসের ফলে, অনেকের শরীররই ভীষণ দুর্বল হয়ে পড়েছে। অনেকে তো আবার পরিবারের লোকের নিষেধ না মেনে অসুস্থতার মধ্যেও উপবাস থেকেছেন। এই অবস্থায় জেনে নিন কী করলে দ্রুত দুর্বলতা কাটতে পারে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)