• অশ্বিনের চার, ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে ইংল্যান্ড...
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম টেস্ট জেতার দোরগোড়ায় রোহিত শর্মারা। তৃতীয় দিনই শেষ হয়ে যেতে পারে খেলা। শনিবার লাঞ্চের আগেই পাঁচ উইকেট খুইয়ে বিপাকে ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১০৩। ক্রিজে রয়েছেন জো রুট (৩৪)। এখনও ১৫৬ রানে পিছিয়ে। এই জায়গা থেকে টেস্ট বাঁচানোর ক্ষমতা নেই ইংল্যান্ডের। রোহিতদের জয় শুধুই সময়ের অপেক্ষা। ইনিংস জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। পরিস্থিতি যা তাতে চায়ের বিরতির আগেই শেষ হয়ে যেতে পারে ইংল্যান্ডের ইনিংস। যদি না আবার আগের টেস্টের মতো উইকেট কামড়ে পড়ে থাকেন রুট। নিজের একশোতম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভাঙেন ভারতীয় স্পিনার। পাঁচটার মধ্যে চার শিকার অশ্বিনের। ফিরিয়ে দেন জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ এবং বেন স্টোকসকে। অশ্বিনের ঘূর্ণি বুঝতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরার সঙ্গে বোলিং ওপেন করেন অশ্বিন। এতেই বাজিমাত। ইংল্যান্ডের দুই ওপেনার দাঁড়াতেই পারেনি। একমাত্র জনি বেয়ারস্টো শুরুটা মারমুখী মেজাজে করেন। ৩টি ছয় এবং চারের সাহায্যে ৩১ বলে দ্রুত ৩৯ রান তুলে কুলদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া রান পান রুট। ৫২ বলে ৩৪ রানে ব্যাট করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ভারতের রান ছিল ৪৭৩। এদিন স্কোরবোর্ডে মাত্র চার রান যোগ করতে সক্ষম হয় ভারত। প্রথম ইনিংসের লিড দাঁড়ায় ২৫৯ রানে। এদিন কুলদীপ যাদবকে আউট করা মাত্রই টেস্টে ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জেমস অ্যান্ডারসন। লাল বলের ক্রিকেটে প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়লেন ইংলিশ বোলার। 
  • Link to this news (আজকাল)