• ‌ইতিহাস অ্যান্ডারসনের, টেস্টে প্রথম পেসার হিসেবে পেলেন ৭০০ উইকেট...
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়লেন জেমস অ্যান্ডারসন। ধরমশালায় এদিন কুলদীপ যাদবকে আউট করে ইতিহাস তৈরি করেন ইংরেজ পেসার। প্রসঙ্গত, অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার যিনি ৭০০ উইকেটের মাইলফলক ছুঁলেন। শীর্ষে আছেন ৮০০ উইকেট নিয়ে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরন। আর দুইয়ে ৭০৮ উইকেট নিয়ে শেন ওয়ার্ন। তবে দু’‌জনেই ছিলেন স্পিনার। তালিকায় তৃতীয় অ্যান্ডারসন। প্রসঙ্গত, টেস্টে অ্যান্ডারসনের পরেই পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটশিকারী একদা তাঁরই সতীর্থ স্টুয়ার্ট ব্রড। তাঁর দখলে ৬০৪ উইকেট। এদিকে, ধরমশালায় ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৭৭ রানে। 
  • Link to this news (আজকাল)