• অন্ধ্রপ্রদেশে আসনরফা সারল বিজেপি
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে আসনরফা সারল বিজেপি। টিডিপি প্রঘান চন্দ্রবাবু নাইডু এবং জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই আসন্ন লোকসভা নির্বাচনে এই তিন দল একসঙ্গে লড়াই করার বার্তা দিয়েছে। ২০১৮ সালে বিজেপির এনডিএ-র সঙ্গে জোটে ছিল টিডিপি। তবে এরপরই জোট থেকে বেরিয়ে যায় টিডিপি। আসনরফা নিয়ে জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশে ৬ টি লোকসভা আসনে লড়বে বিজেপি। পবন কল্যাণের দল জেএসপি লড়বে ২ টি আসনে এবং টিডিপি লড়বে বাকি ১৭ টি আসনে। আসন্ন লোকসভা নির্বাচনে ৩৭০ টি আসনের টার্গেট নিয়েছে বিজেপি। এনডিএ-কে নিয়ে এবার ৪০০ আসন পার করার যে ছক বিজেপিকে নিয়েছে তাকে সম্পূর্ণতা দিতেই বিজেপির এই কৌশল। 
  • Link to this news (আজকাল)