• ‌ মধ্যপ্রদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যপ্রদেশের সরকারি সচিবালয় বল্লভ ভবনে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ভবনের চার তলায় আগুন লেগেছে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, ‘‌আগুন লাগার খবর পেয়েছি। মুখ্যসচিবকে গোটা বিষয়টির উপর নজর রাখার কথা বলা হয়েছে। তবে যেটুকু জেনেছি আগুন এখন নিয়ন্ত্রণে।’‌ এদিকে, ডেপুটি পুলিশ কমিশনার (জোন ২) শ্রদ্ধা তিওয়ারি জানান, ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন লেগেছিল। যা পাঁচ তলায় ছড়িয়ে পড়ে। আপাতত তৃতীয় এবং চতুর্থ তলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাঁচ তলার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, দমকল ছাড়াও রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে রয়েছে সেনাও। সচিবালয়ের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। শেষ অবধি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
  • Link to this news (আজকাল)