• সামশেরগঞ্জে উদ্ধার বিপুল পরিমান হেরোইন, ধৃত ৪
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  শুক্রবার রাতে ঝাড়খন্ড থেকে মালদায় হেরোইন পাচার করার সময় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন চার ব্যক্তি। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে উন্নতমানের প্রায় ৪৭৮ গ্রাম হেরোইন। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন,"ধৃত ব্যক্তিদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শনিবার তাঁদের জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে। ধৃত ব্যক্তিরা কোথা থেকে বিপুল পরিমান হেরোইন পেয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"  ধৃতদের নাম ইন্দ্রজিৎ মন্ডল, সঞ্জয় মণ্ডল, মুকেশ কুমার এবং অনুপম কুমার। ধৃত ইন্দ্রজিৎ এবং সঞ্জয়ের বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। বাকি দুই ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের ছাত্ররা এলাকায়। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। জেলা পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, শুক্রবার রাতে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী চাঁদপুর এলাকাতে নাকা তল্লাশি করছিল পুলিশ। সেই সময় একটি গাড়ি পশ্চিমবঙ্গের দিকে আসার সময় সেটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হেরোইন। শুরু হয়েছে তদন্ত। 
  • Link to this news (আজকাল)