• কাল বৃষ্টির সম্ভাবনা নেই, প্রখর রোদে 'জনগর্জন'
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হওয়ার পাশাপাশি এবার থেকে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদও। রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। এই উপলক্ষ্যে বিভিন্ন জেলা থেকে তৃণমূল সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন শহরে। তবে কেমন থাকবে রবিবারের আবহাওয়া ? আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সপ্তর্ষি গুহ জানালেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং ফের তাপমাত্রা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি হবে। প্রখর রোদের জন্য দলের সমর্থকদের জল, টুপি ও সানগ্লাস সঙ্গে রাখতে বলেছে তৃণমূল নেতৃত্ব। কারণ ব্রিগেডের মাঠে কোনও ছাউনি নেই। পুরোটাই খোলা আকাশের তলায় হবে সভা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ১২ মার্চ পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে সব জায়গাতেই। তবে ১৩ মার্চ দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)