TMC Jana Garjana Sabha: ব্রিগেডে মঞ্চ-চমক তৃণমূলের, ম্যাপ-মাইক হাতে পরখ ‘সেনাপতি’ অভিষেকের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
Specialty Of TMC’s Jangarjan Sabha stage:
উপুর্যুপুরি বাংলায় এসে লোকসভার যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ময়দানে নামছে তৃণমূল। রবিবার ব্রিগেডে জনগর্জন সভার মধ্যে দিয়ে লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই ব্রিগেড, কলকাতার পথে দলের নেতা, কর্মীরা। ব্রিগেডের প্রস্তুতি সাড়া। শনিবার বিকেলেই ব্রিগেড ময়দানে গিয়ে মঞ্চে উঠে ম্যাপ ও মাইক হাতে তা দেখে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এবারের ব্রিগেড বিগত সবগুলির থেকে আলাগা! মঞ্চসজ্জায় রয়েছে অভিনবত্ব।