ED case: তহবিল ‘ছিনতাই’! এবার বিপাকে সলমন, কেন্দ্রীয় এজেন্সির নজরে খুরশিদ ভাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
Salman Khurshid ED:
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চলতি সপ্তাহে অভিযোগ করেছে যে প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের স্ত্রী লুইস খুরশিদ ও অন্য দু’জন একটি ট্রাস্টের মাধ্যমে তাঁদের ব্যক্তিগত লাভের জন্য প্রতিবন্ধীদের উদ্দেশ্যে ব্যয় করা কেন্দ্রীয় সরকারের তহবিলের ৭১.৫০ লক্ষ টাকা ‘পাচার’ করেছেন। ইডি অস্থায়ীভাবে উত্তরপ্রদেশের ফারুখাবাদে কৃষি জমির ১৫টি নথি এবং তহবিল তছরুপ আইনের (PMLA) অধীনে সলমন ও লুইস খুরশিদ পরিচালিত ড. জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের ৪৫.৯২ লক্ষ টাকা মূল্যের কিছু ব্যাংক আমানত এই মামলায় সংযুক্ত করেছে।