• ব্রিগেডকে পেছনে ফেলে যুবভারতীর জনগর্জনের জন্য তৈরি ইস্ট-মোহন সমর্থকরা...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার ব্রিগেড। তৃণমূলের জনসভার জন্য আইএসএলের ফিরতি ডার্বি পিছিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কলকাতা থেকে সরেও যেতে পারত। কিন্তু শেষপর্যন্ত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে রবিবারই হচ্ছে ডার্বি। তবে সময় একঘন্টা পিছিয়ে গিয়েছে। তাতে যে খুব একটা পার্থক্য হবে তেমন নয়। মনে হয়েছিল ম্যাচ রাত সাড়ে আটটায় শুরু হওয়ায় হয়তো ৬০ হাজারের স্টেডিয়াম ভরবে না। তারওপর টিকিটের দাম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সবমিলিয়ে স্টেডিয়াম হাউজফুল হবে না বলেই আশঙ্কা করা হয়েছিল। কিন্তু শনিবার দুপুরে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গেল যুবভারতীর বক্স অফিসের বাইরে। প্রমাণিত হল, বাঙালির ফুটবল আবেগের কাছে বাকি সবকিছুই তুচ্ছ। এদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে ছ"টা পর্যন্ত যারা অনলাইনে টিকিট কেটেছেন, স্টেডিয়ামের বক্স অফিস থেকে তাঁদের টিকিট বিলি করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব থেকে অফলাইন টিকিট বিক্রি করা হয়। মহমেডান ক্লাব থেকে মোহনবাগান গ্যালারির অফলাইন টিকিট বিক্রি হয়েছে। রাতে ম্যাচ শেষে বাড়ি ফেরার চিন্তা না করেই বক্স অফিসের বাইরে ভিড় জমায় সমর্থকরা। রাজ্য সরকারকে বিভিন্ন রুটে বাড়তি বাস চালানোর আবেদন করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। মেট্রো কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কিছু জানায়নি। তবে বড় ম্যাচ বাড়িতে বসে দেখতে রাজি নয় ইস্ট-মোহন সমর্থকরা। বারাসত থেকে টিকিট তুলতে আসা দেবাঞ্জন বলেন, "ডার্বি মিস করা যাবে না। সে ব্রিগেড হোক বা অন্য কিছু। নব্বই মিনিটের শেষে ভাবব কি ভাবে বাড়ি ফিরব।" অফিস থেকে একঘন্টার ছুটি নিয়ে যুবভারতীর বক্স অফিসে হাজির আশিস। তিনি বলেন, "রাজনৈতিক জনসভা বাঙালির ফুটবল আবেগকে টেক্কা দিতে পারবে না। আমাদের মাঠে যাওয়া কেউ আটকাতে পারবে না।" টিকিটের মূল্য নিয়ে তারতম্য হলেও বেশি দাম দিয়েই টিকিট কাটতে রাজি মোহনবাগান সমর্থকরা। বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবেও টিকিটের বেশ ভালই লাইন পড়ে। রবিবাসরীয় সন্ধে আরও একটি জনগর্জনের জন্য তৈরি হচ্ছে কলকাতা। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)