• আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা: সূত্র ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক দলগুলির। দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে আগামী সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ১৪ কিংবা ১৫ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলন করে ১৮তম লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, চব্বিশের লোকসভা নির্বাচন ৭ দফায় হতে পারে। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ভোট। ১১ মার্চ, সোমবার দেশের সব কয়েকটি নির্বাচনী কেন্দ্র মিলিয়ে মোট দু"হাজার পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এরপরই আগামী ১২ ও ১৩ মার্চ জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ। ১৩ মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমস্ত কর্মসূচি শেষ হচ্ছে। কাশ্মীর সফর শেষে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন।
  • Link to this news (আজকাল)