• চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: ডায়মন্ড হারবার হাসপাতালের কোয়ার্টারে অস্বাভাবিক মৃত্যু হয় চিকিৎসক কল্যাণাশীষ ঘোষের। মৃত চিকিৎসক হুগলির কোন্নগরের নবগ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে। চিকিৎসকের কোন্নগরের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও নাবালিকা এক কন্যা। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবার। স্ত্রী অনামিকা ঘোষের দাবি তাঁর স্বামীর মৃত্যুর পেছনে রয়েছে চক্রান্ত। অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। ঘটনা প্রসঙ্গে অনামিকা দেবী জানিয়েছেন, তাঁর স্বামী একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। কোভিডের সময় কাজ করার জন্য রাজ্য সরকারের তরফে অনেক পুরস্কার পেয়েছেন। ঘটনার দিন চিকিৎসকের মায়ের শ্রাদ্ধের কাজ ছিল। ঘটনা ঘটার রাতেও কল্যাণাশীষের সঙ্গে ফোনে কথা হয়েছিল পরিবারের সকলের। তার কিছুক্ষণ পরেই তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর আসে। অনামিকার জোরাল দাবি, তাঁর স্বামীকে মানসিকভাবে নির্যাতন করে ব্ল্যাকমেল করে খুন করা হয়েছে। এই ঘটনার পেছনে তিনি রিয়া দাস নামে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। রিয়া দাসের ডায়মন্ড হারবারে একটি শাড়ির শোরুম রয়েছে। তার অভিযোগ, ওই মহিলা একাধিক পুরুষের সঙ্গে এই ধরনের চক্রান্ত করেছেন। তাঁর স্বামীও ওই চক্রান্তের শিকার হয়েছেন। ক্রমাগত মানসিক নির্যাতন আর ব্ল্যাকমেল করতে শুরু করে। তিনি আরও বলেন ওই মহিলা ছলে বলে অছিলায় তাঁর স্বামীকে একবার ডেকে অন্য লোক দিয়ে মারধরের করিয়েছিলেন। তখন সেখান থেকে কোনওরকমে পালিয়ে বাঁচেন তাঁর স্বামী। স্বামীর মৃত্যুর পর তাঁর স্ত্রী জানতে পারেন স্বামীর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে। বর্তমানে অনামিকা দেবী ও তার নাবালিকা মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত এবং আতঙ্কিত। কারণ তিনি মনে করছেন এই ঘটনার সঙ্গে প্রভাবশালী মানুষের সঙ্গে যোগ রয়েছে। তাই পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
  • Link to this news (আজকাল)