• নো ভোট টু তৃণমূল : অভিজিৎ গঙ্গোপাধ্যায়
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপিতে যোগদানের পর শিলিগুড়ির কাওয়াখালির সভামঞ্চ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রথম বড় মঞ্চ। তবে প্রথম রাজনৈতিক মঞ্চ থেকেই তিনি সাবলীলভাবে রাজ্যের তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করলেন। তিনি বলেন, ‘২০২৪ সালে বাংলার বুক থেকে দুবৃত্তদের দল তৃণমূলকে একটাও ভোট নয়। নো ভোট টু তৃণমূল। তাদের বুঝিয়ে দিতে হবে যে পশ্চিমবাংলায় তারা আর থাকতে পারবে না। এই ভোট থেকেই বুঝিয়ে দিতে হবে ২০২৬ সালে তাদের বিদায় আসন্ন।’ বিচারপতির পদ থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামার পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন তিনি। বিজেপিতে যোগদানের পরই তিনি যেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন সেই ভাষাই শোনা গেল উত্তরবঙ্গের মাটিতে। তিনি আরও বলেন, ‘তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে বলে জানতে পারছি। আমাদের তৃণমূলকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে। চব্বিশের ভোট থেকেই ওদের বুঝিয়ে দিতে হবে ২০২৬ সালের বিধানসভা ভোটে আর ওরা কিছু করতে পারবে না। এই দুর্বৃত্তদের দলের প্রাক্তন খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই জেলে। একটা ভোটও দেবেন না তৃণমূলকে।’
  • Link to this news (আজকাল)