• প্রতীক্ষার শেষ, শুক্রবার থেকে নতুন তিনটি রুটে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতার নতুন তিনটি রুটে মেট্রো চলাচল শুরু হচ্ছে সর্বসাধারণের জন্য। ৬ মার্চ কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রথম নদীর নীচে মেট্রো রুট সহ আরও দুটি রুটের উদ্বোধন করেছিলেন। শনিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হল, ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার থেকেই এই তিনটে রুটে জনসাধারণের জন্য মেট্রো চলাচল শুরু হবে। বিবৃতি দিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রিন লাইন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে সোমবার থেকে শনিবার সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। ১২ মিনিট ব্যবধানে মেট্রো চলাচল করবে। রবিবার এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অরেঞ্জ লাইন রুবি-গড়িয়া লাইনে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করবে। সোমবার থেকে শুক্রবার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪:৪০ মিনিটে। শনিবার ও রবিবার এই রুটে মেট্রো চলবে না। পার্পেল লাইন জোকা-মাঝেরহাটে ২৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টা থেকে। শেষ মেট্রো ছাড়বে ৩:৩৫ মিনিটে। এই রুটেও শনিবার ও রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
  • Link to this news (আজকাল)