• রাত পোহালেই তৃণমূলের জনগর্জন, প্রস্তুতি তুঙ্গে
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই তৃণমূলের জনগর্জন সভা। তার আগে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চোখে পড়ল চূড়ান্ত প্রস্তুতির ছবি। এদিন সকাল থেকেই দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এবং পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। স্নিফার ডগ নিয়ে এলাকা পরিদর্শন করা হয়। রবিবারের ব্রিগেডে মূল আকর্ষণ হল ৩০০ মিটার লম্বা ব়্যাম্প। মূল মঞ্চের সঙ্গে যুক্ত থাকছে এই ব়্যাম্প। মোট তিনটি মঞ্চ করা হয়েছে। মাঝের মঞ্চ অর্থাৎ মূল মঞ্চে থাকবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ডান এবং বাঁদিকের দুটি মঞ্চে জেলার শীর্ষ নেতৃত্ব থাকতে পারেন বলেই জানা গিয়েছে। ব্রিগেডে বহু রাজনৈতিক সমাবেশ হয়েছে। কিন্তু সমাবেশে চলাকালীন মূল মঞ্চের সঙ্গে যুক্ত থাকা ব়্যাম্প ধরে হেঁটে গিয়ে জনসংযোগ এই প্রথম। ৩০০ মিটার লম্বা ব়্যাম্পটি ডানদিক এবং বাঁদিকে ১০০ মিটার করে বাড়ানো রয়েছে। মূল মঞ্চ লম্বায় ৭২ মিটার। দুই পাশের দুটি মঞ্চ লম্বায় ৬৮ মিটার করে। তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সম্পাদক ব়্যাম্প ধরে হেঁটে যাবেন। সে কারণে নিরাপত্তা সবথেকে জোরদার করা হচ্ছে ব়্যাম্পের দুদিকে। পুলিশের তরফে বলা হয়েছে, এই জায়গাটা সবথেকে "ভাইটাল"। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন, "ব্রিগেডে আসুন, গর্জন করুন।" এদিন বিকেলে সভাস্থল পরিদর্শন করতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। তিনি মূল মঞ্চ ঘুরে দেখেন। ব়্যাম্প ধরে সোজা হেঁটে যান। ডানদিক এবং বাঁদিকেও ব়্যাম্পের ধারে গিয়ে কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। ছোটখাটো কিছু নির্দেশ দিতে দেখা যায় তাঁকে। কর্মী সমর্থকদের সঙ্গেও হাত মেলান অভিষেক। মঞ্চে দাঁড়িয়ে বলেন, "জয় বাংলা। আগামিকাল দেখা হবে।" আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক আঙ্গিকের বিচারে যথেষ্ট গুরুত্বপূর্ন হতে চলেছে তৃণমূলের জনগর্জন সভা। ভোটের আগে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেই অপেক্ষাতেই রয়েছে রাজ্যবাসী।
  • Link to this news (আজকাল)