• রাত পোহালেই তৃণমূলের 'জনগর্জন', কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ব্রিগেডের তৃণমূলের মেগা সমাবেশ। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্যের দিকে নজর থাকবে রাজ্যবাসীর। শনিবারে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী, সমর্থকরা মহানগরে এসে পৌঁছেছেন। রবিবার ভোরে হাওড়া, শিয়ালদহ থেকে মিছিল করে বহু মানুষ পৌঁছবেন ব্রিগেডে। এই সভাকে কেন্দ্র করেই মধ্য কলকাতা সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রবিবার ভোর চারটে থেকে রাত ন’টা পর্যন্ত আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রাবোর্ন রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণির রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আগামিকাল ভোর থেকে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এই তালিকায় রয়েছে গ্যাসের গাড়ি, সব্জির গাড়ি, ফল এবং দুধের গাড়ি। অন্যদিকে এজেসি বোস রোড এবং হেস্টিংস ক্রসিংয়ের সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, ক্যুইনস ওয়ে, লাভার্স লেনের রাস্তায় গাড়ি পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ।
  • Link to this news (আজকাল)