• তিন ছাত্রীর লড়াইকে সম্মান এস এন ইউ'র
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে বিশেষভাবে সক্ষম তিন ছাত্রীকে সম্মানিত করা হল। থ্যালাসেমিয়ার রোগী ময়ূরী রায় জার্নালিম এবং মাস কমিউনিকেশন বিভাগের পড়ুয়া। তাঁর তোলা ছবি সকলের নজর কেড়েছে। তিন মাস বয়স থেকেই ময়ূরী এই রোগের শিকার। তবে অদম্য ইচ্ছার বলে ছবি তোলাকে পড়াশোনা এবং কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন। অন্যদিকে সন্দীপা জানা অস্থির জটিল রোগে আক্রান্ত। তবে এই প্রতিবন্ধকতার পরও শিক্ষার প্রতি অনুরাগ হারাননি তিনি। মাধ্যমিক পরীক্ষায় সন্দীপা ৮৫ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছেন। এসএনইউ-তে বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন সন্দীপা। অনুষ্কা সরকারও এসএনইউ-তে কম্পিউটার সায়েন্সের পড়ুয়া। সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে নিজেকে গড়ে তুলছেন অনুষ্কাও। এই তিনজনকে সম্মানিত করেন এসএনইউ-র উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়,কেয়ারিং মাইন্ডস-এর কর্ণধার মিনু বুধিয়া, মনোবিকাশ কেন্দ্রের ট্রাস্টি অনুরাধা লোহিয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।
  • Link to this news (আজকাল)