• এবার রামনবমীতেও ছুটি দেবে রাজ্য, ভোটের মুখে ঘোষণা নবান্নের
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৪
  • নব্যেন্দু হাজরা: সরকারি কর্মীদের জন্য সুখবর। আরও লম্বা হল রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা। এবার থেকে রামনবমীতেও ছুটি দেবে নবান্ন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়।

    চলতি বছরে ১৭ এপ্রিল পড়েছে রামনবমী। বুধবার। সেদিন জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে। সপ্তাহের শুরু ১৫ এপ্রিল পয়লা বৈশাখ। সেদিনও ছুটি পান রাজ্য সরকারি কর্মচারীরা। এর মাত্র একদিন পর রামনবমী। সেদিনও ছুটি পাবেন রাজ্য় সরকারি কর্মীরা। তবে লোকসভা ভোটের আগে এই ছুটি ঘোষণার নেপথ্যে অন্য কারণ দেখছে রাজনৈতিক মহল।

    গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এই রামনবমীকে কেন্দ্র করে হিন্দুত্বের তাস খেলার চেষ্টা ছিল গেরুয়া শিবির। কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক খেললেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 
  • Link to this news (প্রতিদিন)