• ব্রিগেডের মঞ্চেই প্রার্থী ঘোষণা! একাধিক বড় চমকের পথে তৃণমূল, তুঙ্গে জল্পনা
    প্রতিদিন | ১০ মার্চ ২০২৪
  • বিশেষ সংবাদদাতা: জনতার দরবারেই জনতার প্রতিনিধিদের নাম ঘোষণা। প্রথা ভেঙে, বলা ভালো নতুন নজির গড়ে ব্রিগেডের মঞ্চ থেকেই ২০২৪ লোকসভা (Lok Sabha 2024) নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রের দাবি, বাংলার ৪২ আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকা ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সামনেই প্রকাশ্যে আনবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রথা অনুযায়ী, কালীঘাটে দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করেই প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সচরাচর ভোট ঘোষণার দিন বা দু-একদিন আগেপরে প্রার্থী ঘোষণা করা হয়। এবার দুটি রীতিই বদলাচ্ছে। প্রকাশ্য জনসভায়, তাও ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রার্থী ঘোষণা, তৃণমূলের জন্য তো বটেই, বঙ্গ রাজনীতিতেই বেনজির। এভাবে ভরা ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করা একই সঙ্গে চমকপ্রদ এবং দুঃসাহসিক সিদ্ধান্ত বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।

    সূত্রের দাবি, দলের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনার পর প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই তালিকাতেও থাকছে একাধিক চমক। নবীন, প্রবীণ এবং মহিলা মুখের সমন্বয়ে তালিকা তৈরি হয়েছে। সূত্রের দাবি, ওই প্রার্থী তালিকায় একাধিক জনপ্রিয় এবং চমকপ্রদ নাম থাকতে চলেছে। দলনেত্রীও তালিকায় চূড়ান্ত সিলমোহর দিয়েছেন।

    এ তো গেল প্রার্থী তালিকা ঘোষণা, এর বাইরেও একাধিক চমক থাকতে পারে ব্রিগেডের জনগর্জন সভায়। লোকসভায় কোন কৌশলে প্রচার হবে, কী কী স্লোগান নিয়ে মানুষের দরবারে যাওয়া হবে, কী কী কর্মসূচি নেওয়া হবে, সবটাই ওই সভা থেকে বাতলে দেবেন তৃণমূল নেতৃত্ব। এমনিতে রবিবারের ব্রিগেডে পূর্ব ভারতের সবচেয়ে বড় জনসমাগম করার লক্ষ্যমাত্রা নিয়েছে শাসকদল। শুধু বাংলার নয়, ওই সভায় অন্যান্য রাজ্যের প্রায় ৬০০ নেতানেত্রী উপস্থিত থাকবেন। সূত্রের দাবি, গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাসকদলকে যা যা ইস্যু নিয়ে আক্রমণ করেছেন, সব জবাবই দেওয়া হবে ব্রিগেডের মঞ্চে। মোদি (Narendra Modi) শনিবার উত্তরের মানুষের মন পেতে উত্তরবঙ্গে সভা করেছেন। শোনা যাচ্ছে, ব্রিগেডের পর উত্তরে পালটা সভা করার ভাবছেন তৃণমূল (TMC) নেত্রী।
  • Link to this news (প্রতিদিন)