বিনা অস্ত্রোপচারে মাত্র আধঘণ্টায় ব্রেন টিউমারের দুর্দান্ত চিকিৎসা। এবার এই সুবিধা মিলবে ভারতেও। আর, সেই সুযোগ এনে দিয়েছে দিল্লির ইন্দ্রপস্থের অ্যাপোলো হাসপাতাল। যা ব্রেন টিউমার চিকিৎসায় বিরাট অগ্রগতি ঘটিয়েছে। দক্ষিণ এশিয়ায় এই হাসপাতালেই প্রথম ZAP-X রেডিওসার্জারি মেশিন বসানো হল। এই মেশিন মস্তিষ্কের টিউমার ধ্বংসের জন্য অবিকল বিকিরণ সরবরাহ করতে পারে।