• IPS & Actor Prasun Banerjee: ভোটের মুখে স্বেচ্ছাবসর পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, BJP না TMC? ঝুঁকছেন কোন দিকে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • IPS & Actor Prasun Banerjee:

    লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক মুখে চাকরি থেকে ইস্তফা রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার। স্বেচ্ছাবসর নিয়েছেন রায়গঞ্জের (Raiganj) ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে টুইস্ট অন্য জায়গায়। স্বেচ্ছাবসর নিয়েই সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়তে পারেন সদ্য প্রাক্তন এই IPS অফিসার। এমনই জল্পনা তুঙ্গে। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তিনি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)