• TMC Jana Garjana Sabha Live Updates: ব্রিগেডের মঞ্চে বিশাল চমক শুধুই সময়ের অপেক্ষা? ‘জনগর্জন সভা’ নিয়ে সীমাহীন জল্পনা!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • Jana Garjan Sabha, Brigade Ground Live:

    লোকসভা ভোটের আগে আজ তৃণমূলের ব্রিগেড সমাবেশ (Brigade Rally)। অন্যান্য বারের ব্রিগেডের সভার চেয়ে এবারের সমাবেশ মঞ্চের সজ্জা নজর কেড়েছে। পুরোপুরি কর্পোরেট ধাঁচে তৈরি হয়েছে মঞ্চ। সম্পূর্ণ নতুন একটি পরিকাঠামোর নকশা আগেভাগে ছকে নিয়ে শুরু হয়েছিল মঞ্চ তৈরির কাজ। মূলমঞ্চে ও দু’দিকের দুই মঞ্চে কারা কারা বসবেন তা আগে থেকে ঠিক করা রয়েছে। এমনকী গতরাতের মধ্যেই ওই মঞ্চগুলিতে বসার জন্য কার্ড সংগ্রহ করে রাখতেও হয়েছে অনেক নেতা-নেত্রীকে। আজকের এই ব্রিগেড সভার আয়োজন ও মঞ্চের ডিজাইন তৈরির সব নকশাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মস্তিষ্কপ্রসূত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)