IND vs ENG: সরফরাজের নিশানায় এবার শোয়েব বশির! মাঠে নামতেই চলেছিল স্লেজিংয়ের বন্যা, ফাঁস মাইক্রোফোনে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
IND vs ENG, 5th Test Match at Dharamshala: তৃতীয় দিন লাঞ্চের সময়েই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। তখনও ভারতের রানের থেকে বহু দূরে ইংল্যান্ডের দুই ইনিংসের সম্মিলিত স্কোর। ড্রেসিংরুমে ফিরে গিয়েছে ইংল্যান্ডের অর্ধেক ব্যাটারই। হোম টিমের কাছে বিরাট জয়ের হাতছানি। হেরে যাওয়া ম্যাচে একা টেলএন্ডারদের নিয়ে সম্মানের জন্য লড়ছিলেন জো রুট।