বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষান, শ্রেয়স আইয়াররা। আর, তাঁদের ঘনিষ্ঠ ও সমর্থকদের যাবতীয় রাগ গিয়ে পড়েছে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের ওপর। ঈশানরা নিজেরাও ঘুরিয়ে আঙুল তুলেছেন টিম ম্যানেজমেন্ট তথা টিম ইন্ডিয়ার কোচের দিকে। এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করে সাফাই দিলেন দ্রাবিড়। শনিবার তিনি জানান, কার সঙ্গে চুক্তি হবে, সেটা তিনি ঠিক করেন না।