• ‌ইজরায়েলি কমান্ড সেন্টারে হামলা চলাল হামাস
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালাল ইজরায়েলের একটি কমান্ড সেন্টারে। পৃথক পৃথক হামলায় অন্তত ৭ ইজরায়েলি সেনা মারা গেছে বলে দাবি হামাসের। জানা গেছে, বেইত হানুন শহরের পূর্বে অবস্থিত ওই কমান্ড সেন্টারটিতে একটি ড্রোন ব্যবহার করে দুটি অ্যান্টি পার্সোনাল রকেট ছোড়ে হামাস যোদ্ধারা। ওই শহরে এক ইজরায়েলি সামরিক কর্তাকে মারার দাবি করেছে হামাস ব্রিগেড। আলাদা বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়ির ভেতরে ছিল ছয় জন ইজরায়েলি সেনা। হামলায় তারা মারা গেছেন বলে জানিয়েছে হামাস। প্রসঙ্গত, ৭ অক্টোবর আচমকা ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তারপর থেকেই পাল্টা হামলা শুরু করে ইজরায়েল। এখনও অবধি হামাসের আক্রমণে প্রায় ৬০০ ইজরায়েলি সেনা মারা গেছে। অপরদিকে ইজরায়েলের আক্রমণে মারা গেছে প্রায় ৩১ হাজার প্যালেস্তাইনি। 
  • Link to this news (আজকাল)