• ‌ লালু ঘনিষ্ঠ সুভাষ যাদবকে গ্রেপ্তার করল ইডি
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেপ্তার লালুপ্রসাদ ঘনিষ্ঠ সুভাষ যাদব। অবৈধ বালি খাদান মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার ১৪ ঘণ্টা তল্লাশি চালানো হয় সুভাষ যাদবের আটটি পৃথক ঠিকানায়। উদ্ধার হয় প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। তারপরই গ্রেপ্তার করা হয় আরজেডি নেতাকে।আরজেডির টিকিটে লোকসভা নির্বাচনেও লড়েছেন তিনি। সেই সুভাষ যাদবের বিরুদ্ধে অবৈধ বালিখাদান চালানো ও আর্থিক তছরুপের একাধিক অভিযোগ ছিল। সেই মামলায় সুভাষের পাটনার বাসভবন সহ মোট ছয় জায়গায় এবং দানাপুরের আরও দু’টি জায়গায় তল্লাশি চালায় ইডি। ২ কোটি ৩০ লক্ষ টাকা নগদ–সহ প্রচুর গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়। সুভাষের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল বিহার পুলিশ। সেই মামলারই তদন্ত করছে ইডি। প্রসঙ্গত, ২০১৮ সালে আয়কর দপ্তরও সুভাষের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল। জানা গেছে, সুভাষের বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। 
  • Link to this news (আজকাল)