• ব্রিগেডের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছুক্ষণেই উপস্থিত হবেন মমতা-অভিষেক ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাজ্যের শাসক দলের জনগর্জন সভা। ইতিমধ্যেই নজর কেড়েছে সভার পরিকাঠামোগত পরিকল্পনা। মোট ৩টি মঞ্চ করা হয়েছে। তার একটিতে থাকবেন মমতা, অভিষেক -সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি, তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। মূল মঞ্চের স্টেজ থেকে নেমে র‍্যাম্পে হেঁটে জনসাধারণের মাঝে পৌঁছবেন মমতা, অভিষেক। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে শহরে। দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা শুনতে শহরে ভিড় সমর্থকদের।সকাল ৮: শহরের রাস্তায় বাসের সংখ্যা কম, ব্রিগেডমুখী জনতা।সকাল ৮.৩০: হাওড়া-শিয়ালদা স্টেশনে ভিড়, সমর্থকরা আসছে দলে দলে।সকাল ৯.৩০: বার্তা শুনবেন দলনেত্রীর, ব্রিগেডে বাড়ছে জমায়েত। সকাল সাড়ে ১০.o০: দক্ষিণ কলকাতা থেকে দেবাশীষ কুমারের নেতৃত্বে ব্রিগেডমুখী তৃণমূলের নেতাকর্মী-সমর্থকরা। সকাল ১০.৫০: আজ ব্রিগেড থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা। সকাল ১১: মঞ্চে উপস্থিত শশী পাঁজা, সুব্রত বক্সি সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। সকাল ১১.৩০: ব্রিগেডের মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • Link to this news (আজকাল)