• প্রস্তুত থাকবে অ্যাম্বুলেন্স-দমকল, সমাবেশ সামলাতে থাকছে দেড় হাজারের বেশি পুলিশ ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার, ১০ মার্চ একই দিনে রাজ্যের দুই প্রান্তে মিছিল-সভা তৃণমূল এবং বিজেপির। রাজ্যের শাসক দল সভা করছে শহরের বুকে, ব্রিগেডে। সভায় দলের সুপ্রিমো সহ প্রথম সারির নেতা নেত্রীরা কী বার্তা দেন সেদিকে যেমন নজর, তেমন গত কয়েকদিন ধরে সমান নজর ব্রিগেডের প্রস্তুতির দিকে। অর্থাৎ পরিকাঠামোর দিক থেকে ব্রিগেডের জন্য এবারের পরিকল্পনা কী? জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। তার একটিতে থাকবেন মমতা, অভিষেক -সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি, তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। মূল মঞ্চ লম্বায় ৭২ ফুট। বাকি দুটি মঞ্চ তুলনায় কিছুটা ছোট। মূল মঞ্চের স্টেজ থেকে নেমে র‍্যাম্পে হেঁটে জনসাধারণের মাঝে পৌঁছবেন মমতা, অভিষেক, যেটি ৩৩০ ফুট লম্বা।হাওড়া, শিয়ালদা সহ একাধিক জায়গায় সকাল থেকেই ভিড়ের ছবি। স্টেশনগুলি ছাড়াও শহরের একাধিক জায়গা থেকে সভায় আসবে বড় মিছিল। জানা গিয়েছে অন্তত ২৫টির বেশি মিছিল সোজা পৌঁছবে সেখানে। ব্রিগেড পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত দেড় হাজারের বেশি পুলিশ। উপস্থিত থাকছে ১১টি অ্যাম্বুলেন্স, কয়েকটি দমকলের ইঞ্জিন।
  • Link to this news (আজকাল)