• হাইভোল্টেজ রবিবার, চড়া রোদে বাড়বে অস্বস্তি, বৃষ্টির সম্ভাবনা নেই ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রবিবার রাজনৈতিক দলগুলির মেগা ইভেন্ট। ব্রিগেডে তৃণমূলের "জনগর্জন সভা", সন্দেশখালিতে বিজেপির সভা, পাশাপাশি বামফ্রন্টের একাধিক কর্মসূচি। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে গরম বাড়বে। চড়া রোদে বাড়বে অস্বস্তি। আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েকদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে আরও চড়বে তাপমাত্রার পারদ। আগামী ৪ দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ১৪ই মার্চ বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)