কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের ?বিসর্জনে?র ডাক দিয়ে লোকসভা ভোটের আগে তৃণমূলের ?জনগর্জন সভা?। মূল বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে কী বার্তা দেন দলনেত্রী, শুনতে ব্রিগেডে লক্ষ-লক্ষ মানুষের জমায়েত। তৃণমূলের সভার প্রতি মুহূর্তের সব আপডেট।
সকাল ১১.৫২: তমলুক থেকে তৃণমূলের টিকিটে লড়বেন দেবাংশু ভট্টাচার্য।
সকাল ১১.৫০: শুধু রাজ্য় নয়, ভিনরাজ্য অসম, মণিপুর এবং ত্রিপুরার প্রার্থীও ঘোষণা হবে আজ।
সকাল ১১.৩৪: মঞ্চে উপস্থিত অসমে তৃণমূল সভাপতি রিপুণ বোরা।
সকাল ১১.১৫: লোকসভার ভোটপ্রচার শুরু করে দিল তৃণমূল। শুরু নির্বাচন ক্যাম্পেন।
সকাল ১১.০২: ব্রিগেডের মঞ্চে শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০,৫০: মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাই, বলছেন দলের কর্মী সমর্থকরা।
সকাল ১০.৫০: জনগর্জন সভা থেকে প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূলের। সূত্রের খবর, বেশকিছু তারকা যোগ দিতে পারেন দলে।
সকাল ১০.৪০: ওয়াশিং মেশিন নিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল কর্মীরা। তাঁদের একটাই গর্জন, ?দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চাই।?
সকাল ১০.৩০: কলকাতার সব রাস্তা আজ ব্রিগেডমুখী। জেলা থেকে দলে-দলে তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডে জড়ো হচ্ছেন। সভায় যোগ দিতে সন্দেশখালি থেকেও আসছেন মহিলারা।