আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। শাসকদলের প্রার্থী তালিকায় চমকের পর চমক। অভিনয় জগত থেকে শুরু করে ক্রীড়া ব্যক্তিত্ত্বদেরও এবার ভোটে লড়ার টিকিট দিয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই রাজনৈতিক জগৎ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের লোকসভায় পাঠাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।