• TMC Jana Garjana Sabha-Abhishek Banerjee: ‘আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে…’, চিল-চিৎকার হুঙ্কারে ব্রিগেড কাঁপালেন অভিষেক
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • Jana Garjan Sabha, Brigade Ground:

    রবিবাসরীয় ব্রিগেডে জনজোয়ার। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে মাত্র ১২ দিনের ঘোষণায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশ রাজ্যের শাসকদলের। ভরা ব্রিগেডে আসন্ন লোকসভা ভোটের আগে কর্মী-সমর্খতদের চাঙ্গা করতে আগাগোড়া আক্রমনাত্মক ভাষণ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ব্রিগেডের জনপ্লাবন দেখে তৃণমূল সাংসদের মন্তব্য, “আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে বাংলার মানুষ দেখিয় দেবে।” শুধু একথাই নয়, নাম না করে এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও (Abhijit Ganguly) এদিন নিশানা করেছেন তৃণমূলের শীর্ষ সেনাপতি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)