Methane Leak: বায়ুমণ্ডলে তাপমাত্রার ব্যাপক বৃদ্ধি, মিথেনই কারণ, বিরাট আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
Kazakhstan Methane Leak:
দ্বিতীয় বৃহত্তম মানবসৃষ্ট মিথেন গ্যাস লিকের বিরাট প্রভাব পড়েছে পরিবেশে। সতর্ক করে এমনটাই জানিয়েছেন পরিবেশবিদরা। তাঁরা জানিয়েছেন, কাজাখস্তানে অনুসন্ধান চালাতে গিয়ে কূপ খননের সময় মিথেন গ্যাস লিক করেছিল। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ-পশ্চিম কাজাখস্তানের মাঙ্গিস্তাউ অঞ্চলে। গত বছর, ২০২৩ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে ওই গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। মোট ১২৭,০০০ টন মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ওই ঘটনায় ছড়িয়ে পড়েছিল। আর, তার জেরে প্রভাবিত হয়েছিল পরিবেশ। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)