• Hanging train viral video: উপর দিয়ে নয়, লাইনের নীচ দিয়েই ছুটে চলেছে আস্ত ট্রেন! লাখো মানুষ যাতায়াত করেন এভাবেই, দেখুন ভিডিও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • ট্রেনকে সাধারণর আমরা লাইনের উপর দিয়েই ছুটে চলতে দেখি। কিন্তু কখনও কি দেখেছেন লাইন উপরে তার নীচ দিয়ে ছুটে চলেছে ট্রেন? বা শূন্যে উল্টো ভাবে ঝুলে থাকে ট্রেন? কিন্তু সম্প্রতি সামনে এসেছে এমন এক ভিডিও যা দেখে অবাক সকলেই। ট্র্যাকের নীচে শূন্যে ঝুলে থাকা অবস্থায় কীভাবে ট্রেন ছুটে যেতে পারে? কীভাবে মানুষজন তাতে ওঠা-নামা করতে পারেন এই ভেবেই মানুষজন বিভ্রান্ত। অথচ জার্মানিতে এমন দৃশ্য দেখা যায় রোজই। যেখানে ট্র্যাকের নীচে ঝুলন্ত ট্রেন চলে এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে যাতায়াতও করেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)