• IAS Success Story: ক্লাসের পরীক্ষায় ফেল করা মেয়েটা আজ দুঁদে আমলা, IAS রুক্মিণীর সাফল্য অবাক করবেই!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • ক্লাসের পরীক্ষায় ফেল করা রুক্মিণী, প্রথম চেষ্টাতেই আইএএস হয়ে সকলকে চমকে দিয়েছেন। UPSC-তে দ্বিতীয় স্থান অধিকার করে নিজের প্রতিভার পরিচয় দেশের সামনে তুলে ধরেছেন এই তরুণী। তার এই সাফল্য হাজারো মানুষের অনুপ্রেরণা। UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষারথী UPAC পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তবে তার মধ্যে থেকে হাতে গোনা কয়েকজনই পান চূড়ান্ত সাফল্য। তাদের মধ্যে আবার অনেকের কাহিনী অনুপ্রেরণা জোগায় লাখো মানুষকে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)