•  Lok Sabha polls 2024: লোকসভার আগে ‘ঘর ওয়াপসি’, বড় ধাক্কা বিজেপির, দল ছেড়ে কংগ্রেসে যোগ দাপুটে সাংসদের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা বিজেপির। দল ছাড়লেন হেভিওয়েট বিজেপি সাংসদ। দল থেকে ইস্তফা ঘোষণার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হিসারের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি থেকে পদত্যাগের কথা জানিয়েছেন। পদত্যাগের পরই বিজেপি নেতা তথা সাংসদ ব্রিজেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিতে নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে হাজির হন। এরপর তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করে কংগ্রেসে যোগ দেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)