• LOKSABHA ELECTION 2024: ‘দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবার’, ২০৪৭-এর মধ্যে ‘উন্নত ভারত’ গড়ার ডাক মোদীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • একটা সময় ছিল যখন নির্বাচন এলেই বিভিন্ন প্রকল্প উদ্বোধনের ধুম পড়ে যেত। আর নির্বাচন মিটে গেলেই নেতা এবং সঙ্গে সেই প্রকল্প দুটোই উধাও হয়ে যেত! কিন্তু আজ একসঙ্গে এতগুলি বিমানবন্দর, এইমস, আইআইএম উদ্বোধন করা হচ্ছে। দেশ দ্রুত গতিতে ছুটে চলেছে। মোদীকে গালি দিচ্ছে বিরোধীরা। কিন্তু যতই গালি দেওয়া হোক না কেন মোদীকে আটকানো সম্ভব নয়। মোদি ভিন্ন মাটির মানুষ! এভাবেই উত্তরপ্রদেশের আজমগড় থেকে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)