• Bharat Shakti Exercise: শক্তি দেখে চমকে যাবে শত্রুপক্ষ! পোখরানে যুদ্ধ মহড়া, হাজির থাকবেন মোদীও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ মার্চ ২০২৪
  • তিন বাহিনীরই দেশীয় অস্ত্রের শক্তি ভান্ডারের সাক্ষী থাকতে চলেছে ‘ভারত-শক্তি’ ওয়ারগেমে। আগামী মঙ্গলবার পোখরানে আয়োজন করা হচ্ছে এই হবে যুদ্ধ অনুশীলনের। অনুষ্ঠানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’-এর চেতনাকে মাথায় রেখেই হবে এই সেনা মহড়া। ভারতের তৈরি বিশেষ যুদ্ধসরঞ্জাম প্রদর্শিত হবে এই অনুষ্ঠানে। পাশাপাশি ভারতের অখণ্ডতা এবং সুরক্ষা নিয়েও এক প্রদর্শনীর আয়োজন করা হবে। অনুষ্ঠানে হাজির থাকবেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারাল অনিল চৌহ্বান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)