• ‌এক মাস পর ফের ভারত থেকে বাংলাদেশে আলু রপ্তানি শুরু
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এক মাস পর ফের শুরু ভারত থেকে বাংলাদেশে আলু রপ্তানি। এক মাস বন্ধের পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ফের ভারত থেকে আলু রপ্তানি শুরু হয়েছে। শনিবার ভারতীয় আলুবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। প্রথম দিনে ভারতীয় তিনটি ট্রাকে ৬৯ টন আলু রপ্তানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। হিলি স্থলবন্দরের আলু রপ্তানিকারক কবির হোসেন বাবু বলেন, ‘‌এর আগে ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু রপ্তানি করেছিলাম। কিন্তু আলু রপ্তানিতে লোকসান দেখা দেওয়ায় এক মাস আলু রপ্তানি বন্ধ ছিল। বর্তমানে দেশি আলুর বাজার একটু বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য ফের আলু রপ্তানি শুরু হল।’‌ প্রসঙ্গত, বাংলাদেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত মাসের ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সেদেশের বাণিজ্য মন্ত্রক। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পায়। এর পর ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানিকারকরা। কিন্তু চার দিন পর তা বন্ধ হয়ে যায়। ফের ৫৬ জন আমদানিকারক ১৩৮০ টন আলু আমদানির অনুমতি পেয়েছে।
  • Link to this news (আজকাল)