• বোর্ডের রোষের মুখে পড়ে রঞ্জিতে ফিরেও ব্যর্থ শ্রেয়স, চিন্তা বাড়ছে কেকেআরেরও...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সকলের নজর ছিল রঞ্জি ফাইনালের দিকে। বোর্ডের সেন্ট্রাল চুক্তি থেকে বাদ পড়ার পর বিসিসিআইয়ের ধমক খেয়ে রঞ্জি ফাইনালে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু রান পেলেন না। ঘরের মাঠ ওয়াংখেড়েতে ব্যর্থতা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের। ১৫ বলে ৭ রান করে আউট হন। আরও একবার শর্ট বলের বিরুদ্ধে তাঁর দুর্বলতা প্রকট। দ্বিতীয় টেস্টের পর চোটের অজুহাত দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন শ্রেয়স। চোটের কথা বলে রঞ্জিতে খেলেননি। অথচ মুম্বইয়ে নাইটদের প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে যোগ দেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল ইউনিট জানিয়ে দেয়, সম্পূর্ণ ফিট শ্রেয়স। তাঁর কোনও চোট নেই। এটা জানার পর প্রচণ্ড ক্ষিপ্ত হন বোর্ডের কর্তারা। তাঁকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। এরপর কিছুটা বাধ্য হয়েই আবার রঞ্জিতে ফেরেন। সেমিফাইনালে তামিলনাড়ুর পর ফাইনালে বিদর্ভের বিরুদ্ধেও ব্যর্থ। ১১ দিন পর শুরু আইপিএল। এই অবস্থায় শ্রেয়স রান না পাওয়ায় চিন্তায় পড়ে যাবে কেকেআর কর্তৃপক্ষও। চোটের জন্য আগের বছর আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। এবার নাইটদের নেতৃত্ব দেবেন শ্রেয়স। 
  • Link to this news (আজকাল)