• আইপিএলে এবার বাড়বে ডবল হেডার, লিগ দ্রুত শেষ করতে চাইছে বোর্ড...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ১১ দিন। তারপরই আইপিএলের ঢাকে কাঠি পড়ে যাবে। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত না হওয়ায় আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি বোর্ড। প্রাথমিক পর্বে ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। জুনে টি-২০ বিশ্বকাপ। তাই ২৫-২৬ মের মধ্যে আইপিএল শেষ করার চিন্তাভাবনায় রয়েছে বিসিসিআই। কিন্তু হাতে সময় বিশেষ নেই। তাই বেশি করে ডবল হেডার করার কথা ভাবছে বোর্ড। সাধারণত সপ্তাহান্তে দুটো করে ম্যাচ হয়। এবার সেই সংখ্যাটা আরও বাড়ানো হতে পারে। তেমনই ইঙ্গিত দেন আইপিএলের চেয়ারম্যান। অরুণ ধুমাল বলেন, "২০১৯ সালে নির্বাচনের বছরও আইপিএল হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হয়েছিল। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলে, আমরা একটা স্পষ্ট ধারণা পাব এবং পরবর্তী সূচি নিয়ে ভাবতে পারব। কিন্তু জুনের প্রথম সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ। তাই ২৫-২৬ মের মধ্যে আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে। আইপিএল খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের পাড়ি দেবে ক্রিকেটাররা। তাই আমাদের আইপিএলে ডবল হেডারের সংখ্যা বাড়াতে হতে পারে। নির্বাচনের সূচি প্রকাশিত হলে আমরা পরিষ্কার ছবিটা পাব।" লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের প্রাথমিক পর্বের পর কিছুদিন বিরতি থাকতে পারে। তাই ডবল হেডারের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)