• শর্ট লেগে দাঁড়িয়ে বশিরকে কী প্রস্তাব দিয়েছিলেন সরফরাজ'...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় দিন মধ্যাহ্নভোজের আগে দেওয়াল লিখন হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। ভারতের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। জো রুট টেলএন্ডারদের নিয়ে ব্যাট করছিলেন। উইকেটের অন্য প্রান্তে ছিলেন শোয়েব বশির। দশ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের স্পিনার। শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সরফরাজ খান। সেখান থেকে স্ট্যাম্প মাইক্রোফোনে হঠাৎই বশিরকে একটি পরামর্শ দিতে শোনা যায় তাঁকে। ইংল্যান্ডের তরুণ ক্রিকেটারকে দ্রুত আউট হওয়ার পরামর্শ দেন সরফরাজ। তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সরফরাজ বলেন, "তাড়াতাড়ি মেরে ম্যাচ শেষ করো। তাহলে আমরা পাহাড়ে বরফ দেখতে যেতে পারব।" বেশ কিছুক্ষণ উইকেটে টিকে ছিলেন বশির। কিন্তু জয়ের জন্য তর সইছিল না সরফরাজের। তিনি জানতেন, বশির মারতে গেলেই আউট হবেন। তাই তাঁকে মারার পরামর্শ দেন সরফরাজ। যাতে খেলাটা দ্রুত শেষ হয়ে যায়। তবে শুধু নিজের নয়, গ্যালারি ভরানো সমর্থকদের মনের ইচ্ছা প্রকাশ করেন সরফরাজ। চায়ের বিরতির আগেই ইংল্যান্ড অলআউট হয়ে যাওয়ায়, পর্যটকরা সপ্তাহান্তে হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত ধর্মশালার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছে। 
  • Link to this news (আজকাল)