• কাউকোর সঙ্গে পার্টনারশিপ জমে উঠছে, আরও একটা ডার্বি গোল পেতে মরিয়া দিমিত্রি...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একমাস এক সপ্তাহ আগের সেই রাতটার কথা কেউ ভোলেনি। ৮৮ মিনিট পর্যন্ত ২-১ এ পিছিয়ে থাকার পর দিমিত্রি পেত্রাতোসের গোলে আইএসএলের প্রথম ডার্বি ড্র করে মোহনবাগান। রবিবার আরও একটা ডার্বি। সঙ্গে প্রত্যাশার পারদ। ডার্বি সহ প্রত্যেক গুরুত্বপূর্ণ ম্যাচে বাগানের পরিত্রাতা দিমিত্রি। সে আইএসএল হোক বা ডুরান্ড, ক্রমশ বাগান জনতার নয়নের মণি হয়ে উঠছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে স্কোরশিটে নাম তোলেন? লাগাতার সাফল্যের রহস্য কী? দিমিত্রি বলেন, "আমি নিজের খেলাটা উপভোগ করি। দল আমার থেকে যা চায়, সেটা করার চেষ্টা করি। সাফল্যের চাবিকাঠি পরিশ্রম। আমি একা কিছুই করি না। সবটাই টিমওয়ার্ক। আমরা গোল পাচ্ছি। ম্যাচ জিতছি। সবটাই দল হিসেবে।" একেবারেই ছন্দে নেই ইস্টবেঙ্গল। হারলেই সুপার সিক্সের আশা শেষ। এই অবস্থায় লাল হলুদের জালে বল রাখা কি তুলনামূলক ভাবে সহজ? দিমিত্রি বলেন, "একেবারেই না। কোনও কিছুই সহজ নয়। ম্যাচটা যথেষ্ট কঠিন হবে। আমি শুধু নিজেদের নিয়ে ভাবতে চাই।" জনি কাউকো যোগ দেওয়ার পর মাঝমাঠের চিত্র বদলে গিয়েছে। ধীরে ধীরে তাঁর সঙ্গে কম্বিনেশনও গড়ে উঠছে। এই প্রসঙ্গে দিমিত্রি বলেন, "জনি গ্রেট প্লেয়ার। আবার ওকে পেয়ে আমরা উপকৃত হয়েছি। ওর সঙ্গে ভাল একটা বোঝাপড়া তৈরি হচ্ছে। আমরা আরও উন্নতির চেষ্টা করব।" জামশেদপুরের বিরুদ্ধে তিনজন বিদেশিই গোল পেয়েছিল। ডার্বিতেও তিনজনের নাম স্কোরশিটে উঠুক চান দিমি। 
  • Link to this news (আজকাল)