• ‌মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালি আসেননি'‌ ন্যাজাটের সভা থেকে প্রশ্ন শুভেন্দুর, অভিষেককে কটাক্ষ সুকান্তর ...
    আজকাল | ১০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তৃণমূলের ‘‌জনগর্জন’‌ সভার দিনই ন্যাজাটে পাল্টা সভা করল বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন সভায়। বিজেপির সভায় যোগ দিতে গেরুয়া কর্মী সমর্থকরা সন্দেশখালির সর্দারপাড়া ফেরিঘাট থেকে নৌকায় চেপে ন্যাজাটের সভাস্থলে যান। এদিনের সভায় ধৃত শেখ শাহজাহানকে তোপ দেগে শুভেন্দু বলেন, ‘‌শুধু শাহজাহানকে গ্রেপ্তার করলেই চলবে না।’‌ বেশ কয়েকটি নাম উল্লেখ করে তাঁদেরও গ্রেপ্তারের দাবি জানান শুভেন্দু। শুভেন্দুর দাবি, নরেন্দ্র মোদি গরিব মানুষকে যে রেশন সামগ্রী দিয়েছিলেন, তা লুট করেছে শাহজাহান বাহিনী। মুখ্যমন্ত্রীকে ‘শাহজাহানের মাসি’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন সন্দেশখালি আসেননি, তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। এদিনের সভায় সুকান্তর নিশানায় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সুকান্ত বলেন, ‘‌আগামীর রায়, চোর ভাইপোর বিদায়।’‌ ব্রিগেডে জনগর্জনের সভা থেকে বিজেপিকে বাংলা–বিরোধী বলে তোপ দেগেছিল তৃণমূল। ন্যাজাটের সভা থেকে পাল্টা দিল বিজেপি। সুকান্ত বলেন, নরেন্দ্র মোদি বহিরাগত? মোদি বেশি বাঙালি। তিনি বাংলার মা–বোনেদের সম্মান দিতে জানেন।’‌ ফাইল ছবি
  • Link to this news (আজকাল)